সেই কোচিং সেন্টারে সুনসান নীরবতা

শিক্ষার্থী-শিক্ষকদের আনাগোনায় যে কোচিং সেন্টার সবসময় মুখরিত থাকতো, মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ১০ শিক্ষক-শিক্ষার্থীর মুত্যুর পর চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজারের সেই আর অ্যান্ড জে প্রাইভেট কেয়ার কোচিং সেন্টারটি এখন কার্যত নীরব-নিস্তব্ধ।
মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে আর অ্যান্ড জে প্রাইভেট কেয়ার কোচিং সেন্টারের ১০ শিক্ষক-শিক্ষার্থী মারা গেছেন। ছবি: স্টার

শিক্ষার্থী-শিক্ষকদের আনাগোনায় যে কোচিং সেন্টার সবসময় মুখরিত থাকতো, মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ১০ শিক্ষক-শিক্ষার্থীর মুত্যুর পর চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজারের সেই আর অ্যান্ড জে প্রাইভেট কেয়ার কোচিং সেন্টারটি এখন কার্যত নীরব-নিস্তব্ধ।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, কোচিং সেন্টারের দরজায় তালা। ভেতরে সারিবদ্ধভাবে পড়ে আছে বেঞ্চ-চেয়ারগুলো।

কোচিং সেন্টারের পাশের দোকানদার মোহাম্মদ মিজান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল-বিকাল ২টি ব্যাচ পড়তো। ৩০ জনের মতো স্টুডেন্ট ছিল। দেড় মাস আগে এটি চালু হয়েছে।'

কোচিং সেন্টারের উদ্যোক্তা ছিলেন রিদুয়ান, সজীব, রাকিব ও জিসান। তারা সবাই মারা গেছেন।

কোচিং সেন্টারের দরজায় তালা। ছবি: স্টার

ওই এলাকার ব্যবসায়ী নান্টু কর্মকার ডেইলি স্টারকে বলেন, 'কোচিং সেন্টার ভবনটিতে আগে স্কুল ছিল। গত বছর স্কুলটি বন্ধ হয়ে গেলে এই এলাকা নীরব হয়ে যায়। দেড় মাস আগে এই কোচিং সেন্টারটি চালু হয়েছে। সকাল-বিকাল এখানে শিক্ষার্থীরা হৈ-চৈ করতো।'

ফুটবল খেলা থাকায় ঘুরতে যাননি কোচিং সেন্টারের অপর শিক্ষক রিসাত। ভাগ্যক্রমে দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন তিনি।

রিসাত ডেইলি স্টারকে বলেন, 'কোচিং সেন্টারটি হয়তো বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুদের স্মৃতি হারিয়ে যাবে।'

 

Comments