ডিবি পরিচয়ে গণঅধিকার পরিষদ নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

আজ বুধবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দ্য ডেইলি স্টারকে এ অভিযোগ করেন।
গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমান। ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম সদস্যসচিব মশিউর রহমানকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

আজ বুধবার সন্ধ্যায় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ দ্য ডেইলি স্টারকে এ অভিযোগ করেন।

আবু হানিফ বলেন, 'আজ বিকেল ৫টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্টের ২ নম্বর গেইট থেকে সাদা পোশাকে ডিবি মশিউর রহমানকে তুলে নিয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'আমরা জানতে পেরেছি মশিউর রহমানকে এখন ডিবি অফিসে রাখা হয়েছে। পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।'

আবু হানিফের ভাষ্য, 'আমরা ধারণা করছি, সরকারবিরোধী আন্দোলন থেকে আমাদের নিবৃত্ত করতে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে মশিউর রহমানকে তুলে নেওয়া হয়েছে।'

এ ব্যাপারে গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রাজিব আল মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।' কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হলো জানতে চাইলে তিনি বলেন, 'কাল (বৃহস্পতিবার) সকালে (আদালতে) পাঠানোর সময় এটা বলতে পারব।'

এর আগে গত ১ আগস্ট মধ্যরাতে 'দরজা ভেঙে' গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বাসা থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

নুর অভিযোগ করেন, অত রাতে দরজা খুলতে অস্বীকৃতি জানালে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন ডিবি সদস্যরা। এ সময় তারা বাসার সিসিটিভির হার্ডডিস্ক ও ক্যামেরাসহ লাইভে ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় বলে জানান নুর।

সরকারবিরোধী আন্দোলন করার কারণেই তার নেতাকর্মীদের উপর সরকার দমনপীড়ন চালাচ্ছে বলে তখন দাবি করেছিলেন নুর।

সেসময় গোয়েন্দা শাখার রাজিব আল মাসুদ  ডেইলি স্টারকে জানান, বিন ইয়ামিন মোল্লার বিরুদ্ধে ২১ জুলাই একটি ভাঙচুরের মামলা হয় পল্টন থানায়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

 

Comments