২ বছরে সড়ক দুর্ঘটনায় ১৬৭৪ শিশু নিহত

road_safty.jpg
ছবি: রোড সেফটি ফাউন্ডেশন

দেশে গত ২ বছরে সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রোড সেফটি ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরিসংখ্যান তুলে ধরে।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, ২০২০ সাল থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৬৭৪ শিশু নিহত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শিশুদের মধ্যে যানবাহনের যাত্রী ছিল ৩৩১ শিশু, যা মোট নিহতের ১৯ দশমিক ৭৭ শতাংশ। রাস্তা পার হতে গিয়ে ও রাস্তায় হাঁটার সময় যানবাহনের চাপায় কিংবা ধাক্কায় নিহত হয়েছে ১ হাজার ২৭ শিশু, যা মোট নিহতের ৬১ দশমিক ৩৫ শতাংশ। ট্রাক, পিকআপ ভ্যান, ট্রাক্টর, ড্রাম ট্রাক এবং অন্যান্য পণ্যবাহী যানবাহনের চালক ও সহকারী হিসেবে নিহত হয়েছে ৪৮ শিশু, অর্থাৎ ২ দশমিক ৮৬ শতাংশ এবং মোটরসাইকেলচালক ও আরোহী হিসেবে নিহত হয়েছে ২৬৮ শিশু, অর্থাৎ ১৬ শতাংশ।

Comments

The Daily Star  | English

Inside the 3-year plan to fix banks

Bangladesh has committed to a sweeping overhaul of its troubled financial sector, outlining a detailed three-year roadmap as part of its latest agreement with the International Monetary Fund.

9h ago