সংসদ সদস্য বাহারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মেয়র প্রার্থী সাক্কুর

সংসদ সদস্য আ ক ম বাহারউদ্দিন (বামে) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু (ডানে)। ছবি: সংগৃহীত

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিস্কৃত নেতা মনিরুল হক সাক্কু  স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনে তিনি একটি লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগপত্রে বলা হয়, সংসদ সদস্য বাহার কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে কুমিল্লা মহানগরের ও আদর্শ সদর উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী সভা করছেন।

এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত সভা করছেন যা নির্বাচনি আইনের লঙ্ঘন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

সাক্কু আরও অভিযোগ করেন, সংসদ সদস্য বাহার সদর দক্ষিন ও লালমাই এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক সভা করছেন। এতে নির্বাচনের শান্তি-শৃঙ্খলা ব্যাহত হচ্ছে।

অভিযোগপত্রে তিনি সংসদ সদস্যকে নিজ এলাকায় অবস্থানের পাশাপাশি এ ধরনের সভায় অংশগ্রহণ থেকে বিরত রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগ করা প্রার্থীদের একটি নির্বাচনি কৌশল। কুমিল্লা সদরের সংসদ সদস্য বাহার কোনো নির্বাচনি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নন। জনপ্রতিনিধি হিসেবে তার সঙ্গে বিভিন্ন পেশার ও প্রতিষ্ঠানের লোকজন বিভিন্ন বিষয়ে দেখা করতেই পারেন।'

কুমিল্লা সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার শাহেদুন্নবী অভিযোগপত্র পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

Comments

The Daily Star  | English

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

42m ago