চট্টগ্রাম-১৬

সাংবাদিককে মারধর: আ. লীগ প্রার্থী মোস্তাফিজুরের বিরুদ্ধে ইসির মামলা

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ৩ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
এমপি মোস্তাফিজুর
মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

সাংবাদিককে মারধরের অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের (বাঁশখালী) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে এ মামলা করেন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির এক সাংবাদিককে মারধরের অভিযোগে এমপি মোস্তাফিজুরসহ ২০-৩০ অজ্ঞাত আসামির বিরুদ্ধে এ মামলা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আদালত, আদালত অভিযোগ আমলে নিয়ে আগামী ৩ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

গত ৩০ নভেম্বর শোডাউন করে মনোনয়নপত্র জমা দিতে যান মোস্তাফিজুর রহমান। ওইদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেন তিনি।

এ সময় ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক রকিব উদ্দিন তাকে শোডাউনের কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্ন শুনে মুস্তাফিজুর রহমান রেগে যান এবং রকিব উদ্দিনের দিকে তেড়ে গিয়ে তাকে মারধর করেন।

মুস্তাফিজুর চট্টগ্রাম-১৬ আসনের বর্তমান সংসদ সদস্য। ২০১৪ ও ২০১৮ সালে টানা দুইবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

 

Comments

The Daily Star  | English

Khagrachhari violence: 3 dead, 4 sent to CMCH 'with bullet wounds'

Three indigenous people died of their injuries at a hospital in Khagrachhari yesterday and early today, hours after arson attacks and violence in the district

45m ago