প্যান্ডোরা পেপারসে আরও ৩ বাংলাদেশির নাম

নিজ দেশের বাইরে গোপনে আর্থিক বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদন প্যান্ডোরা পেপারসে আরও ৩ বাংলাদেশির নাম এসেছে।
তারা হলেন-এস হেদায়েত উল্লাহ, এস রুমি সাইফুল্লাহ এবং শাহেদা বেগম শান্তি।
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এই ৩ জনের নাম পাওয়া গেছে।
এর আগে প্যান্ডোরা পেপারসে আরও ৮ বাংলাদেশির নাম প্রকাশিত হয়।
বিভিন্ন দেশ ও অঞ্চলে গোপন বিনিয়োগ ও লেনদেনের তথ্য ফাঁস করা হয় প্যান্ডোরা পেপারসে।
প্রতিবেদনে নাম আসা ৩ বাংলাদেশির মধ্যে হেদায়েত উল্লাহ ও রুমি সাইফুল্লাহ হংকংভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সগ্লোবাল কনসালটিংয়ে এবং আরও একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বলে জানা গেছে।
শাহেদা বেগম শান্তি জাস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন।
আইসিআইজে তদন্তে জানা যায়, হেদায়েত উল্লাহ ও রুমি সাইফুল্লাহ ঢাকার বারিধারা ডিওএইচএসের বাসিন্দা এবং শাহেদা বেগম শান্তি সিলেটের শাহজালাল এলাকায় থাকেন।
গত বছরের ৩ অক্টোবর প্যান্ডোরা পেপারস প্রথম প্রকাশিত হয়।
গতকাল মঙ্গলবার রাতে প্রকাশিত প্যান্ডোরা পেপারসের তৃতীয় প্রতিবেদনে ৯ হাজারের বেশি অফশোর (নিজ দেশের বাইরে) প্রতিষ্ঠান, ট্রাস্ট ও ফাউন্ডেশনের ফাঁস হওয়া নথি আছে।
তবে, প্যান্ডোরা পেপারসে নাম এলেই কেউ যে অবৈধবভাবে অর্থ উপার্জন করছেন বা পাচার করছেন, তা নিশ্চিত হওয়া যায় না।
Comments