বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে টোল কার্যক্রম স্বাভাবিক, যানজট নেই
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) নেই কোনো যানজট, স্বাভাবিকভাবে চলছে টোল কার্যক্রম।
আজ রোববার ভাঙ্গার বগাইল টোল প্লাজার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবু হোসেন জাকারিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গত দিনের মতো আজও ৮টি বুথে টোল নেওয়া হচ্ছে। তাই বর্তমানে মহাসড়কে কোনো যানজট নেই।'
আবু হোসেন জাকারিয়া আরও বলেন, 'আমাদের এখানে আপাতত যানজটের কোনো সমস্যা নেই। তবে মাঝে মাঝে চালকদের টোলের ব্যাপারে বোঝাতে সমস্যা হচ্ছে। বিশেষ করে ট্রাকচালকদের ক্ষেত্রে। ট্রাক চালকরা টোল ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। তারা বলেন, এক রাস্তায় কতবার টোল দেব। তাদের বোঝাতে কিছুটা বেগ পোহাতে হচ্ছে।'
ঢাকা থেকে ফরিদপুরগামী বাসের সুপারভাইজার মো. ফারুক হোসেন ডেইলি স্টারকে জানান, তাদের আজ ঢাকা থেকে ফরিদপুর আসার পথে ৩টি টোলাপ্লাজায় (ধলেশ্বরী, পদ্মা সেতু, বগাইল) সব মিলিয়ে টোল দিতে ২ মিনিটের মতো সময় লেগেছে।
তিনি আরও বলেন, 'আমাদের একই বাস ফরিদপুর থেকে আবার বেলা ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। টোলপ্লাজা এমন ফাঁকা থাকলে আমরা সর্বোচ্চ ১০০ মিনিটের মধ্যেই ফরিদপুর থেকে ঢাকায় পৌঁছে যাব।'
ফরিদপুর থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন বাসের সুপারভাইজার মো. নূর ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'আজ পুরো মহাসড়ক ফাঁকা। টোলপ্লাজাও ছিল নিরিবিলি। বিদ্যুৎগতিতে টোল দিয়ে চলে এসেছি।'
Comments