ভবনে পুলিশের অভিযান, ৯ তলা থেকে পড়ে প্রকৌশলীর মৃত্যু

গুগল ম্যাপ থেকে নেওয়া।

রাজধানীর বনানীতে একটি ভবনের ৯ তলা থেকে পড়ে এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ সময় ওই ভবনের ৩ তলায় পুলিশের অভিযান চলছিল।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া রোববার রাতে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে বনানীর কামাল আতাতুর্ক রোডে আওয়াল সেন্টারে এ ঘটনা ঘটে।

মৃত নাসির উদ্দিন (৩৩) একজন প্রকৌশলী ছিলেন বলে জানান তিনি।

তিনি বলেন, 'ওই ভবনের তৃতীয় তলায় একটি স্পা সেন্টারে পুলিশ শুক্রবার রাতে অভিযান চালায়। এ সময় নাসির উদ্দিন ৯ তলা থেকে পড়ে আহত হন।'

তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ওসি।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

3h ago