ভোক্তা অধিদপ্তরে রনির অভিযোগের শুনানি, সহজ ডটকম-কে ২ লাখ টাকা জরিমানা

মহিউদ্দিন রনির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। ছবি: স্টার

বাংলাদেশ রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনার বদল চেয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের শুনানি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এই শুনানি শুরু হয়।

মহিউদ্দিন রনির উপস্থিতিতে শুনানিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, 'মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত হয়েছে। এ কারণে সহজ ডটকম-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।'

তিনি জানান, ৫ কর্মদিবসের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে।

জরিমানার পুরো অর্থের ২৫ শতাংশ (৫০ হাজার টাকা) মহিউদ্দিন রনি পাবেন বলেও জানান তিনি।

এ রায়ে মহিউদ্দিন রনি সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে সহজ ডটকমের আইনজীবী মির্জা রাগিব হাসনাত জানান, তারা এই রায়ের সঙ্গে একমত নন। এই রায়কে চ্যালেঞ্জ করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৩ দিন ধরে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন মহিউদ্দিন রনি।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

17m ago