যমুনার তীর রক্ষা বাঁধে ধস, হুমকিতে মহাসড়ক-বসতভিটা

তীর রক্ষা বাঁধের প্রায় ২০ মিটারে ধস দেখা দিয়েছে। ছবি: স্টার

জামালপুরের সরিষাবাড়ির পিংনা উত্তরপাড়া এলাকায় যমুনা নদীর বাম তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে হুমকির মুখে পড়েছে মহাসড়কসহ বসতভিটা। দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙন আরও তীব্র হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরজমিনে দেখা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা উত্তরপাড়া এলাকায় নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ২০ মিটারে ধস দেখা দিয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় বানভাসিদের মাঝে কিছুটা স্বস্তি ফিরলেও বাঁধ ধসে আতঙ্কে আছেন স্থানীয়রা।

বাঁধের পাশে বসে আছেন সেখানকার বাসিন্দা। ছবি: স্টার

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বাঁধ ভেঙে গেলে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা হুমকির মুখে পড়বে।

ওই এলাকার ব্যবসায়ী রনজু মিয়া বলেন, 'এ বাঁধ ভেঙে গেলে আমরা মারাত্মক ক্ষতির মুখে পড়ব। আমাদের সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। কিছুই রক্ষা করা যাবে না। শতশত বিঘা জমি পানিতে তলিয়ে যাবে।'

পিংনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, 'বন্যার পানি কমলেও নদীর বাম তীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া, বাঁধ ভেঙে গেলে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কটিও হুমকির মুখে পড়বে।'

বাঁধ ভেঙে গেলে তারাকান্দি-ভুয়াপুর মহাসড়কটিও হুমকির মুখে পড়বে। ছবি: স্টার

এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, বাঁধ মেরামতে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এখনি আতঙ্কিত হওয়ার কিছু নেই।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

11h ago