যাত্রী বোঝাই একটি কোচ রেখেই চলে গেল ট্রেন

ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস একটি কোচ রেখেই স্টেশন ছেড়ে গেছে। এতে ওই কোচের প্রায় ১০০ যাত্রী ভোগান্তিতে পড়েন। তবে, কর্তৃপক্ষ বলছে যান্ত্রিক ত্রুটির কারণে ওই কোচটি আগেই বাতিল করা হয়েছিল।
Bangladesh Railway
ফাইল ফটো

ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস একটি কোচ রেখেই স্টেশন ছেড়ে গেছে। এতে ওই কোচের প্রায় ১০০ যাত্রী ভোগান্তিতে পড়েন। তবে, কর্তৃপক্ষ বলছে যান্ত্রিক ত্রুটির কারণে ওই কোচটি আগেই বাতিল করা হয়েছিল।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান (ঢাকা) দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি কোচের যান্ত্রিক ক্রটি ছিল। তাই কোচটি বাতিল করা হয়। আমাদের কাছে এটির কোনো রিপ্লেসমেন্ট ছিল না। এ কারণে ওই কোচের যাত্রীরা যেতে পারেননি।'

তিনি আরও বলেন, 'আমরা আগে থেকে মাইকে ঘোষণা দিয়ে বিষয়টি সবাইকে জানিয়েছিলাম। যেসব যাত্রী যেতে পারেননি তাদের টাকা রিফান্ড করা হবে।

উল্লেখ্য, একতা এক্সপ্রেস ট্রেনটি রাজধানী কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।

Comments