রাজধানীতে সাংবাদিক সোহানা পারভীনের মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগ এলাকায় নিজ বাসা থেকে সাংবাদিক সোহানা পারভীন তুলির (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোহানা পারভীন তুলি। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ এলাকায় নিজ বাসা থেকে সাংবাদিক সোহানা পারভীন তুলির (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

সোহানা পারভীন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, ফোনে সোহানাকে না পেয়ে তার এক বন্ধু প্রথমে তার বাড়িতে যান। তিনিই তার মৃত্যুর খবর পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায় এবং বিকেল সাড়ে ৩টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোহানা পারভীনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, তাদের ধারণা এটি আত্মহত্যা। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী সোহানা বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে কাজ করেছেন। সম্প্রতি তিনি একটি অনলাইন শপ চালু করে উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন। 

Comments