অভ্যন্তরীণ কোন্দলে পিরোজপুরে মহিলা আ. লীগের সম্মেলন পণ্ড

স্থানীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পিরোজপুর জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে। আজ বুধবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে।
হট্টগোল শুরু হলে সম্মেলনস্থল থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

স্থানীয় নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পিরোজপুর জেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে। আজ বুধবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে।

পরে সম্মেলন অসমাপ্ত রেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভাস্থল থেকে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সম্মেলন চলাকালে এক কর্মী বক্তব্য দেওয়ার সময় প্রতিপক্ষরা বাধা দিতে গেলে হট্টগোল তৈরি হয়। পরে তা পুরো অডিটোরিয়ামে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সম্মেলনস্থল থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সেখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ পিরোজপুর সার্কিট হাউজে চলে যান। সেখানে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন সাংবাদিকদের জানান, সম্মেলনস্থলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তারা সভাস্থল ছেড়ে চলে এসেছেন। ঢাকায় গিয়ে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

অন্যদিকে সম্মেলনস্থলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন অভিযোগ করে বলেন, 'দুরভিসন্ধি নিয়ে বিশৃঙ্খলভাবে সভা পরিচালনা করায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। পরে সামান্য হট্টগোলের অজুহাতে সভাস্থল ছেড়ে চলে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ।'

জানতে চাইলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাসুদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, 'নিজেদের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা নিয়ে অডিটোরিয়ামে মধ্যে হট্টগোল হয়েছে। তবে সম্মেলন কেন্দ্রের বাইরে কোন ধরণের বিশৃঙ্খলা হয়নি।'

এর আগে বুধবার সকালে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফিয়া খাতুন প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।

Comments