বিএনপির কী কীর্তি আছে, কীর্তি আছে আমাদের: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দেখানোর মতো কোনো অর্জন নেই। আজ বুধবার সকালে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
quader1.jpg
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দেখানোর মতো কোনো অর্জন নেই। আজ বুধবার সকালে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতাদের সমালোচনা করে কাদের বলেন, আপনাদের নেত্রী বলেছিল পদ্মা সেতু আর হবে না। হয়ে গেছে পদ্মা সেতু। অপেক্ষা করুন, সামনে আসছে তরুণ প্রজন্মের ড্রিম প্রোজেক্ট মেট্রোরেল। চট্টগ্রামেও ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে একমাত্র টানেল। শেষ পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল। আর কত দেখবেন? নিজেদের তো দেখানো কিছু নেই। হাওয়া ভবনের লুটপাট দেখাবেন, ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন দেখাবেন, অর্থপাচারের অভিযোগে দণ্ডিত পলাতক আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এতিমের টাকা আত্মসাৎকারী আপনাদের চেয়ারপারসন দেখাবেন। তাদের কীর্তি দেখাবেন, কী কীর্তি আছে? কীর্তি আমাদের আছে, ঢাকা-চট্টগ্রাম ফোর লেনে নেত্রীর সিলেক্ট করা গাছ আমরা লাগিয়েছি। কী অপরূপ রূপ! অনেকে প্লেনে না গিয়ে এখন এই পথে গাড়িতে যায়। সে ফুলের সুবাস সারা পথে। ফোর লেন আগের ডিজাইন অনুযায়ী হয়েছে, আমরা এটাকে সিক্স লেন করার প্রকল্প নিচ্ছি। দুপাশে সার্ভিস লেন আমরা করবো।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, চট্টগ্রামবাসীর দাবি অনুযায়ী ফ্লাইওভারের কাজ আমরা শুরু করবো। একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনার এত উন্নয়ন, এত অর্জন ম্লান হয়ে যাবে যদি আচরণ যদি আপনারা মানুষকে খুশি করতে না পারেন। মানুষ যদি খুশি না থাকে তাহলে এত উন্নয়ন কেন করছেন শেখ হাসিনা। সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ, আলোতে আলোতে আলোকিত। চট্টগ্রাম আওয়ামী লীগের সমস্যা মাঝে মাঝে খারাপ খবরের শিরোনাম। মাঝে মাঝে চট্টগ্রাম মহানগরীতে অন্তঃকলহে অনেকের প্রাণের প্রদীপ নিভে গেছে। আর দেখতে চাই না।

এ সময় মহানগরের সম্মেলন করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান দলের সাধারণ সম্পাদক। তিনি বলেন, দুঃসময়ের কর্মীদের কাছে টানতে হবে। আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করে দিতে হবে। বিশুদ্ধ রক্ত সঞ্চালন করতে হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

3h ago