শরীয়তপুরের ৩ সংসদ সদস্য করোনা আক্রান্ত, ছিলেন না পদ্মা সেতুর উদ্বোধনে

শরীয়তপুরের ৩ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে তারা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
স্টার অনলাইন গ্রাফিক্স

শরীয়তপুরের ৩ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে তারা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

করোনা আক্রান্ত ৩ সংসদ সদস্য হলেন- শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

এ ছাড়াও, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অনল কুমার দে করোনায় আক্রান্ত। তিনিও পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

জেলা আ. লীগের সেক্রেটারি অনল কুমার দে শনিবার রাতে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'জনসভায় যোগ দিতে শুক্রবার সকালে আমি ও শরীয়তপুরের ৩ সংসদ সদস্য করোনার নমুনা পরীক্ষা করি। শুক্রবার বিকেলে আমার ও রাতে ৩ সংসদ সদস্যর রিপোর্টে পজিটিভ আসে। তাই স্বাস্থ্যবিধি মেনে শনিবার আমরা জনসভায় যোগ দিইনি।'

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, 'সুষ্ঠু এবং পরিচ্ছন্ন জনসভা অনুষ্ঠানের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি। শুক্রবার যখন জেনেছি আমরা করোনা পজিটিভ, তখনই আমরা সভাস্থল ত্যাগ করি। আমরা চাইনি আমাদের কারণে কোনো নেতা-কর্মী করোনা আক্রান্ত হোক।'

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করোনায় আক্রান্তের বিষয়টি পোস্ট করে জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, 'আজ ২৫ জুন ২০২২, বাংলাদেশের মানুষের জন্য ঐতিহাসিক অবিস্মরণীয় দিন... আমাদের স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করছেন বঙ্গবন্ধুর বীর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমি, ইকবাল হোসেন অপু এমপি এবং নাহিম রাজ্জাক এমপি গত ১ মাস যাবত (গতকাল রাত পর্যন্ত) কাজ করে যাচ্ছিলাম। আমাদের দুর্ভাগ্য গতকাল রাতে আমাদের তিনজনেরই কোভিড পজিটিভ হওয়ার কারণে আমরা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকতে পারছি না। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নড়িয়া-সখিপুর এবং শরীয়তপুরসহ সারা বাংলাদেশের মানুষকে এমন একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর বীর কন্যা মাদার অফ হিউম্যানিটি বাঙালির আশার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমাদের এই স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করার জন্য... সবাই আমাদের জন্য দোয়া করবেন।'

Comments