সিন্ডিকেট নিয়ন্ত্রণে চাল আমদানির সুযোগ দেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী

চালের বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যবসায়ীদের চাল আমদানির সুযোগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার আয়োজিত সেমিনারে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ছবি: আসাদুজ্জামান

চালের বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যবসায়ীদের চাল আমদানির সুযোগ দিয়েছেন বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক মন্তব্য করেছেন, বর্তমানে চালের দাম একটু বেশি। তবে চালের দাম নিয়ে কিন্তু কোনো হাহাকার নেই। 

আজ শনিবার বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচার আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, 'বর্তমানে চালের দাম একটু বেশি। তবে চালের দাম নিয়ে কিন্তু কোনো হাহাকার নেই। এই মুহূর্তে চালের দাম আবার কমতে শুরু করেছে। মাত্র কয়েক হাজান টন চাল আসছে বিদেশ থেকে। আমরা দেখি চালের বাজার নিয়ে নানা রকম সিণ্ডিকেট কাজ করে। কিছু ব্যবসায়ীরা কৃত্রিম উপায়ে দাম বাড়িয়ে দেয়। সেটাকে নিয়ন্ত্রণ করতে আমরা চাল আমদানি করার সুযোগ দিয়েছি। তবে খুব যে বেশি চাল আমদানি করা হয়েছে তা কিন্তু নয়।'

তিনি আরও বলেন, 'সারা পৃথিবীতে বিভিন্ন তেলসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। পরিবহন খরচ বেড়েছে। সেকারণেও চালের দাম বেড়েছে। চালের উৎপাদন খরচও বেড়েছে। আমাদের দেশে প্রান্তিক চাষির সংখ্যা বেশি। তারা চাল বিক্রি, ধান বিক্রি করে দাম পাচ্ছেন।'

বর্তমান সরকার 'কৃষিবান্ধব' আখ্যায়িত করে তিনি বলেন, 'কৃষকদের কম দাড়ে সার দিতে সরকার প্রায় ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। সরকার সারের ঘাটতি না রাখতে সব ধরনের উদ্যোগ নেবে।'

Comments