মারিউপোলের আজভস্টল প্ল্যান্ট পুরোপুরি নিয়ন্ত্রণে নিল রাশিয়া

ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের আজভস্টল প্ল্যান্ট সম্পূর্ণ ‍নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।
মারিউপোল যেন এক ধ্বংসস্তুপ। ছবি: রয়টার্স

ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের আজভস্টল প্ল্যান্ট সম্পূর্ণ ‍নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া।

মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, আজভস্টল স্টিল প্ল্যান্ট রক্ষা করতে সবশেষ পর্যন্ত লড়াই করে যাওয়া ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ করেছে।

আজ শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কয়েক মাস ধরে ইউক্রেনের সৈন্যরা আজভস্টল প্ল্যান্টে আটকে ছিলেন। তারা শহরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে রুশ সেনাদের বাধা দেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ৫৩১ সেনা আজভস্টল ত্যাগ করার পর শহর এবং এর ইস্পাত কারখানাটি এখন 'সম্পূর্ণ মুক্ত' হয়েছে।

একটি রুশ বিবৃতিতে বলা হয়েছে, 'ইউক্রেনের সেনারা লুকিয়ে থাকা আজভস্টল কারখানার আন্ডারগ্রাউন্ড রুশ সশস্ত্র বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।'

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আজভস্টলে শেষ পর্যন্ত থাকা সেনাদের চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

জেলেনস্কি শুক্রবার ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, 'সেনাদের আজভস্টল প্ল্যান্ট থেকে বেরিয়ে এসে তাদের জীবন বাঁচানোর জন্য সামরিক কমান্ড থেকে একটি স্পষ্ট সংকেত দেওয়া হয়েছে।'

Comments