বেলারুশকে পরমাণু বোমা বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দেব: পুতিন

প্রতিবেশী বেলারুশকে আগামী কয়েক মাসের মধ্যে পরমাণু বোমা বহনযোগ্য ‘ইসকান্দার’ ক্ষেপণাস্ত্র দেওয়া হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর বৈঠক। ছবি: রয়টার্স

প্রতিবেশী বেলারুশকে আগামী কয়েক মাসের মধ্যে পরমাণু বোমা বহনযোগ্য 'ইসকান্দার' ক্ষেপণাস্ত্র দেওয়া হবে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল শনিবার সেন্ট পিটার্সবার্গে বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর সঙ্গে বৈঠকে পুতিন এ কথা বলেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে বলেছে, বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, 'আমরা এক মত হয়েছি। সিদ্ধান্ত নিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে বেলারুশে ইসকান্দার-এম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করবো।'

সেসময় তিনি রুশ ও বেলারুশ প্রতিরক্ষামন্ত্রী ও চিফস অব স্টাফদের বিষয়টি নিয়ে নির্দেশনা দেওয়ার প্রস্তাব দেন।

প্রতিবেদন মতে, বৈঠকে বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেনকো 'আমি পুরোপুরি একমত' বললে পুতিন বলেন, 'এ নিয়ে চুক্তি হয়েছে'।

গতকাল সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বেলারুশের সীমান্তের কাছ দিয়ে ন্যাটোর পরমাণু অস্ত্রবাহী উড়োজাহাজ গিয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে বেলারুশে পরমাণু বোমা বহনযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট লুকাশেনকো গত মাসে বলেছিলেন, তার দেশ মস্কো থেকে ইসকান্দার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্রবিরোধী এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে।

Comments