ওয়াশিংটনে বন্দুক হামলায় নিহত ১, আহত ৫

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের রেন্টন শহরে একটি জনসমাগম স্থানে বন্দুকধারীর হামলায় একজন নিহত  এবং ৫ জন আহত হয়েছেন।
ছবি: সিএনএন এর সৌজন্যে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের রেন্টন শহরে একটি জনসমাগম স্থানে বন্দুকধারীর হামলায় একজন নিহত এবং ৫ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার ওই ঘটনা ঘটে।

রেন্টনের পুলিশের মুখপাত্র সান্দ্রা হ্যাভলিক বলেন, রেন্টন শহরের কেন্দ্রস্থলে গুলি চালায় বন্দুকধারী। গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এর তাৎক্ষণিক জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। এ ঘটনায় একজন হামলাকারীকে শনাক্ত করা গেছে। আহতদের জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বড় সমাবেশের বাইরে থেকে গুলি চালানো হয়েছিল। তবে ঘটনাটি নিয়ে পুরোপুরি স্পষ্ট করতে পারেনি প্রশাসন। ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

গত মাসে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন। চলতি বছরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যেও বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে।

Comments