দখল-দূষণে জীর্ণ জিরানী

ছবি: আনিসুর রহমান/স্টার

উপরের ছবিটি দেখে পল্লীকবি জসীমউদ্দীনের 'নিমন্ত্রণ' কবিতাটির কথা মনে পড়ে যেতে পারে। সেখানে কবি লিখেছিলেন, 'ছোট গাঁওখানি- ছোট নদী চলে, তারি একপাশ দিয়া,/কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া;'

কিন্তু যে জায়গা দিয়ে দূষিত পানির এই প্রবাহটি বয়ে চলেছে, তা আদতে কোনো গ্রাম নয়। প্রবাহটিও কোনো নদী নয়। এটি খোদ রাজধানীর বুকে বয়ে চলা 'খাল' নামের জীর্ণ জলাধার এখন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এই খালটি পরিচিতি জিরানী খাল নামে। সম্প্রতি দক্ষিণ সিটির পক্ষ থেকে জিরানী খালের প্রবাহ ফিরিয়ে আনতে সেখান থেকে হাজার হাজার টন মাটি ও বর্জ্য অপসারণ করা হয়েছে।

কিন্তু খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকায় গিয়ে দেখা যায়, এই এলাকায় খালের অংশ দখল করে গড়ে তোলা হয়েছে বসতবাড়ি।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েক বছর আগেও খালের এই অংশটি বেশ প্রশস্ত ছিল।

সম্প্রতি ত্রিমোহনী এলাকা থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান

Comments

The Daily Star  | English

Abdul Hamid's departure: One immigration official withdrawn, 2 suspended

Tahsin Arif, addl SP of immigration wing; Sub-Inspector Azharul Islam of Kishoreganj Sadar Police Station, and Trainee SI Md Soleiman of the SB are the ones facing punitive measures

42m ago