যেভাবে হয়েছিল বাংলা ভাষার শুরু

যে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় আমরা কথা বলি সে ভাষার জন্ম হয়েছে কখন, কবে? এই প্রশ্নের উত্তর খুঁজেছে দ্য ডেইলি স্টার এর স্টার লাইভ। প্রশ্নটি নিয়ে ঢাকায় বিভিন্ন স্তরের মানুষের কাছে গিয়েছিলাম আমরা। প্রশ্ন করেছি বাংলা ভাষের উৎপত্তি নিয়ে...

যে হাজার বছরের পুরনো বাংলা ভাষায় আমরা কথা বলি সে ভাষার জন্ম হয়েছে কখন, কবে?

এই প্রশ্নের উত্তর খুঁজেছে দ্য ডেইলি স্টার এর স্টার লাইভ। প্রশ্নটি নিয়ে ঢাকায় বিভিন্ন স্তরের মানুষের কাছে গিয়েছিলাম আমরা। প্রশ্ন করেছি বাংলা ভাষের উৎপত্তি নিয়ে। কিন্তু যেসব উত্তর পাওয়া গিয়েছে তার বেশিরভাগই ছিলো ভুল। তাদের উত্তর থেকে বোঝা যায় ভাষাতাত্ত্বিক ড মুহাম্মদ শহীদুল্লাহ ও সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে যে গবেষণালব্ধ ফল হাজির করেছেন তার সঙ্গে আমাদের উত্তরদাতারা পরিচিত নয়। অনেকেই আবার ‘হিন্দি থেকে বাংলা ভাষা এসেছে’ বা ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে বাংলা চালু হয়েছে’ এমন হতাশাজনক উত্তর দিয়েছেন।

স্টার লাইভের এই ভিডিওতে এক নজরে দেখে নেওয়া যাক বাংলা ভাষার ইতিহাস।

Comments