২২০০ শয্যায় উন্নীত চমেক হাসপাতাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে ১ হাজার ৩১৩ শয্যা থেকে ২ হাজার ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে।
চমেক হাসপাতাল
চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালকে ১ হাজার ৩১৩ শয্যা থেকে ২ হাজার ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে।

গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

তিনি জানান, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি চমেক হাসপাতাল ধাপে ধাপে অতিরিক্ত জনবল, আনুষঙ্গিক সুবিধা ও অবকাঠামো পাবে।

শীঘ্রই অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হবে জানিয়ে শামীম আহসান বলেন, 'আমরা অবিলম্বে সরকারের কাছ থেকে ২ হাজার ২০০ জন রোগীর জন্য অতিরিক্ত ওষুধ ও খাবারের জন্য বরাদ্দসহ আনুষঙ্গিক সহায়তা পাব।'

বর্তমানে এই হাসপাতালে গড়ে ২ হাজার ৬০০ রোগী চিকিৎসা নেয় বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাহেনা আক্তার। কিন্তু বিদ্যামান জনবল ও অবকাঠামোতে অতিরিক্ত রোগীর চাপ বহন করা মাঝেমধ্যেই কঠিন হয়ে পড়ে মন্তব্য করেন তিনি।

অধ্যাপক সাহেনা বলেন, 'সুতরাং শয্যা সংখ্যা বাড়ানোর সরকারি এই সিদ্ধান্ত রোগীদের উপকারে আসবে।'

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

14h ago