দাউদকান্দিতে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

কুমিল্লা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুমিল্লার দাউদকান্দিতে দুর্বৃত্তদের হামলায় দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন (৪৫) আহত হয়েছেন।

সোমবার দুপুর ৩টার দিকে দাউদকান্দি উপজেলা পরিষদের প্রবেশপথ বিয়াম স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মোক্তার হোসেন পৌর এলাকার তুজারভাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি গৌরীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

হামলার সময় সাংবাদিক মোক্তার হোসেনের সঙ্গে ছিলেন জাগো নিউজ টোয়েন্টিফোর ডট কমের দাউদকান্দি উপজেলা প্রতিনিধি মো. জাহিদ আলম ইমন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপজেলার একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে মোক্তার ভাই ও আমি হেঁটে বিশ্বরোডের দিকে রওনা দেই। বিয়াম স্কুলের সামনে যাওয়ার পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান।'

জাহিদ আলম বলেন, 'পরে পথচারীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে বলদাখাল অ্যাপোলো প্লাস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে পাঠায়।'

জানতে চাইলে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, 'আহত সাংবাদিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভুক্তভোগীর পক্ষে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।'

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

20m ago