টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন, চালককে খুঁজছে পুলিশ

ঘটনার পর চালককে না পেয়ে তাকে খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ।
কাভার্ডভ্যানে আগুন
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে

গাজীপুরের টঙ্গীতে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর চালককে না পেয়ে তাকে খুঁজতে অভিযান চালাচ্ছে পুলিশ।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় টঙ্গীর মেঘনা রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের উপসহকারী পরিচালক  শাহজাহান সিকদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ১০টা ২০ মিনিটে টঙ্গী ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশি নিরাপত্তায় অগ্নিনির্বাপণের কাজ করছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘটনার পর কাভার্ডভ্যানটির চালক ও মালিককে পাওয়া যায়নি। তাদের খুঁজছে পুলিশ।'

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে ৪-৫ জন দুর্বৃত্ত পেট্রল ঢেলে কাভার্ডভ্যানটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

কাভার্ডভ্যানটি গত কয়েকদিন ধরে ওই এলাকার শাখা সড়কের পাশে চালক রেখে দিয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

Comments