যুক্তরাষ্ট্রে একটি আবাসিক ও একটি বাণিজ্যিক অ্যাপার্টমেন্ট জব্দে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
অস্ত্র মামলায় তার বিরুদ্ধে পুলিশের জমা দেওয়া চার্জশিটে এ তথ্য জানানো হয়েছে।
মূল ঘটনার সূত্রপাত গত ৩০ মে। সেদিন এলাকাবাসী বাবুর দুই সহযোগীকে মাদকসহ ধরে পুলিশে সোপর্দ করে। এর জেরে পরদিন ৩১ মে বাবুর গ্যাংয়ের সদস্যরা এলাকাবাসীর বাড়িঘর ও দোকানে হামলা চালায়।
স্থানীয়রা জানান, আজ সকালবেলা ঘরের সামনে রক্ত দেখতে পান প্রতিবেশীরা এবং ভিতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন।
জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম।
পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে উদ্ধার করা হয়।
তারা হলেন, সজিব বেপারি ও রাজিব।
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে ক্ষমা করা হবে বলে আদেশ...
নূরুর রহমানের ছোট ছেলে রায়হান রাহি জানান, তার বাবার অবস্থা এখন আগের চেয়ে ভালো।
‘প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণেই পরিস্থিতির অবনতি হয়েছে।’
তালিকায় আরও রয়েছেন সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ খ্যাতনামা ব্যবসায়ীরা।
আইন উপদেষ্টা বলেন, ‘মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর।’
‘প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জের ধরে ওই ঘটনা সংঘটিত হয়।’
এজাহারে বলা হয়, অধ্যাপক বারকাত জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় অ্যাননটেক্স গ্রুপকে অবৈধ সুবিধা দিয়ে ২৯৭ কোটি টাকা আত্মসাৎ করতে সহায়তা করেছেন।
অ্যাননটেক্স গ্রুপের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগে দুদক এ মামলা করে।
নিহত মাহবুবুর রহমান দৌলতপুর থানার পশ্চিম মহেশ্বরপাশা এলাকার করিম মোল্লার ছেলে। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।
দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।