পর্তুগালে দেয়াল চাপায় ২ বাংলাদেশি নিহত

পর্তুগালে দেয়াল চাপায় ২ বাংলাদেশি নিহত
শাহীন আহমেদ ও সুহেদ আহমেদ। ছবি: সংগৃহীত

পর্তুগালে দেয়াল চাপা পড়ে ২ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেলে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)। তারা পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায় কাজ করতেন। ২ জনই দেশটিতে অনিয়মিত কর্মী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

নিহত শাহীন আহমেদ মৌলভীবাজারের সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের আসুদ মিয়ার ছেলে। সুহেদ আহমেদ সিলেটের গোলাপগজ্ঞ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের ইসমেদ আলীর ছেলে।

মরদেহ দেশে পাঠানোর বিষয়ে আজ মঙ্গলবার রাতে পর্তুগালের রাজধানী লিসবনে জরুরি সভায় বসবে বাংলাদেশ কমিউনিটি।

লেখক: পর্তুগালপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

14h ago