কায়রো অপেরা হাউজে 'বাংলাদেশ রামাদান নাইটস'

অপেরা হাউজ কানায় কানায় ভরে যায় মিশর প্রবাসী বাংলাদেশি এবং মিশরীয় দর্শক-শ্রোতায়।
মিশরের কায়রো অপেরা হাউজে বাংলাদেশ রামাদান নাইটসে রাষ্ট্রদূতসহ অংশগ্রহণকারীরা। ছবি: সংগৃহীত

মিশরের রাজধানী কায়রো শহরে কেন্দ্রে নীলনদের তীরে অবস্থিত বিখ্যাত  (দার এল-অপেরা-ইল-মাসরিয়া) কায়রো অপেরা হাউজ। এখানেই গতকাল মঙ্গলবার  রাতে বেজে ওঠে বাঙালির চির পরিচিত বাংলা গানের সুর ও বাংলা কবিতার ছন্দ। 

অপেরা হাউজ কানায় কানায় ভরে যায় মিশর প্রবাসী বাংলাদেশি এবং মিশরীয় দর্শক-শ্রোতায়।পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় রাতের আলোকোজ্জ্বল জমকালো আয়োজন।

শিশির সরকারের সঞ্চালনায় বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের একটি দল বাংলা ও আরবি ভাষায় সঙ্গীত পরিবেশন করে। কায়রোর বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গঠিত দলের সংগীত সবাইকে মুগ্ধ করে।

বাংলাদেশ ছাড়াও বিভিন্ন রাতে বিভিন্ন দেশ তাদের নিজ নিজ রামাদান নাইটসের অনুষ্ঠান পরিবেশন করে। ইতোমধ্যেই মিশর ছাড়াও সুদান, ইয়েমেন, পাকিস্তান ও ইন্দোনেশিয়া অনুষ্ঠান পরিবেশন করেছে।

মিশরের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ রামাদান নাইট অনুষ্ঠানটি প্রচার করেছে।

মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম স্বাগত বক্তব্যে আগামীতে আরও বড় পরিসরে এ জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে প্রত্যাশা ব্যক্ত করেন।

লেখক: মিশরপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক

 

Comments