মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫, আহত অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত

মিশরের কায়রো- আলেক্স মহাসড়কের ওয়াদি আল-নাতরুন এলাকায় বাস এবং বেশ কয়েকটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ৫০ জনের বেশি।

নিহতদের মধ্যে ১৮ জন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছে।

রাজধানী কায়রো এবং ভূমধ্যসাগরীয় শহর আলেকজান্দ্রিয়ার সংযোগকারী মহাসড়কে কায়রো যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস একটি পার্ক করা গাড়িকে ধাক্কা দিলে সকালের কুয়াশায় সংঘর্ষটি ঘটে। মরুভূমির সড়কে এ সংঘর্ষের পর পোড়া যানবাহন থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।‌

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরও দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়।

ভাঙা রাস্তা ও দুর্বল সিগন্যালের কারণে মিশরে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিশরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সাম্প্রতিক বছরে, মিশর তার রাস্তাগুলির সামগ্রিক গুণমান উন্নত করার লক্ষ্যে নতুন রুটের একটি নেটওয়ার্ক তৈরি করেছে।

আফছার হোসাইন: মিশরপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

2h ago