কুয়েতে অনুপ্রবেশের দায়ে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত ৫ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

কুয়েতে অনুপ্রবেশের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির রেসিডেন্সি অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অব সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ।

স্থানীয় গণমাধ্যম আরব টাইমসের প্রতিবেদনে জানা যায়, গ্রেপ্তার বাংলাদেশিদের এর আগে বিভিন্ন অপরাধে কুয়েত থেকে দেশে পাঠানো হয়েছিল। কিন্তু তারা অবৈধভাবে আবারও কুয়েতে প্রবেশ করে।

তাদেরকে কুয়েতের আল-মুতলা ও আল-খাইরান থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

Comments

The Daily Star  | English

Inflation rises to 10.87 percent in October from 9.92 percent in September

Inflation rises to 10.87 percent in October from 9.92 percent in September

1h ago