ঢাকা রুটে বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার আনছে সিঙ্গাপুর এয়ারলাইনস

সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার। ছবি: সংগৃহীত

ঢাকা রুটের জন্য বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইনস। 

আগামী ২৬ মার্চ থেকে প্রতিদিন সিঙ্গাপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিঙ্গাপুর রুটে ড্রিমলাইনার ব্যবহার করবে এয়ারলাইনসটি।

এতে সিঙ্গাপুর এয়ারলাইনসের ঢাকা-সিঙ্গাপুর প্রতি ফ্লাইটে ১১ শতাংশ আসন ক্ষমতা বৃদ্ধি পাবে।

এয়ারলাইনসটির বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার বহরে আঞ্চলিক কেবিন পণ্য দুটি শ্রেণিতে ৩৩৭টি আসন আছে। ১-২-১ কনফিগারেশনে ৩৬টি বিজনেস ক্লাস আসন এবং ৩-৩-৩ কনফিগারেশনে ৩০১টি ইকোনমি ক্লাস আসন ব্যবস্থা আছে। 

সিঙ্গাপুর এয়ারলাইনস বাংলাদেশের মহাব্যবস্থাপক টিমোথি ওয়াং বলেন, 'ঢাকা ও সিঙ্গাপুরের মধ্যে ফ্লাইটে ৭৮৭-১০ আনায় সিঙ্গাপুর এয়ারলাইনস বাংলাদেশ থেকে ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতিটি ফ্লাইটে আরও বেশি গ্রাহককে সেবা দিতে সক্ষম হবে।'

লাইটওয়েট কম্পোজিট উপকরণ ব্যবহার করে নির্মিত ৬৮ মিটার দীর্ঘ ৭৮৭-১০ বোয়িং ড্রিমলাইনার রেঞ্জের উড়োজাহাজের দীর্ঘতম সংস্করণ।

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago