বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে চলবে সরাসরি ফ্লাইট

গত ৪ ও ৫ জুলাই বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে খসড়া দ্বিপাক্ষিক চুক্তির পাঠ্য চূড়ান্ত করেছে ২ দেশ।

গত ৪ ও ৫ জুলাই বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই চুক্তি চূড়ান্ত হলে ২ দেশের এয়ারলাইনসগুলো সরাসরি ঢাকা ও সুইজারল্যান্ডের রাজধানী বার্নের মধ্যে ফ্লাইট পরিচালনা করতে পারবে।'

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান এবং সুইজারল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সুইস ফেডারেল অফিস অব সিভিল এভিয়েশনের লরেন্ট নোয়েল।

বৈঠকে উভয় দেশের প্রতিনিধি দল শিগগির চূড়ান্ত চুক্তি সই করতে আগ্রহ প্রকাশ করেন।

Comments