ভোট বেড়েছে ওমর সানীর, কী হবে সন্ধ্যায়?
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলে অসঙ্গতির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি তুলেছিলেন সভাপতি পদে পরাজিত প্রার্থী ওমর সানী। তিনি আপিল বিভাগের কাছে লিখিত আবেদন করেছিলেন। আজ সন্ধ্যায় জানানো হবে আবেদনের ফলাফল। নতুন ফলাফল তুলে দেওয়া হবে তাঁর হাতে।
ওমর সানীর আবেদনের প্রেক্ষিতে গতকাল দুপুরে ভোট গণনা আবারও শুরু হয়। নতুন গণনা শেষে সানীর ভোট বেড়েছে নয়টি।
বিষয়টি নিশ্চিত করে আপিল বিভাগের সদস্য খোরশেদ আলম খসরু দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সভাপতি পদে ওমর সানীর নয়টি ভোট বেড়েছে। এই নয়টি ভোটের সাতটি শুক্রবারে ভোট গণনার সময় হিসেবের ভুলে কম ছিল। আর দুটি ভোট পাওয়া গেছে রিজেক্ট হওয়া ভোটের বাক্সে।”
এই গণনায় সভাপতি পদের ফলাফলে কোনো পরিবর্তন আসবে না। কেননা, এই পদে বিজয়ী মিশা সওদাগর ও পরাজিত প্রার্থী ওমর সানীর ভোটের ব্যবধান ছিল ১০৬ ভোট। বর্তমানে সেটি কমে হয়েছে ৯৭। এদিকে, কার্যনির্বাহী সদস্য পদে জয়ী সাইমন সাদিকের আটটি ভোট বেড়েছে এবং কমছে সহসভাপতি পদে পরাজিত প্রার্থী অমৃতা খানের ভোট।
আপিল বিভাগের চেয়ারম্যান নাসিরউদ্দিন দিলু দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “পদে থাকা প্রার্থীদের ভোট গণনা শেষ হয়েছে। এই ফলাফল সন্ধ্যা ৬টায় ওমর সানীকে বুঝিয়ে দেয়া হবে।”
ওমর সানী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি এখন কিছু বলবো না। আগে নতুন ফলাফল হাতে পাই। তারপর সিদ্ধান্ত নিবো কী করবো।”
উল্লেখ্য, গত ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
নির্বাচন বাতিল চেয়ে ওমর সানীর আবেদন
Comments