গণঅভ্যুত্থানে নিহত ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলনের নির্দেশ

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানে নিহত ১১৪ ব্যক্তির মরদেহ শনাক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই নির্দেশ দেন।

আদালতে কর্মরত এক উপ-পরিদর্শক দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম মরদেহ উত্তোলনের আবেদন দাখিল করার পর আদালতে এই আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, ২০২৪ সকালের জলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সী নারী ও পুরুষ অপরাধজনক নরহত্যার শিকার হয়ে শাহাদৎ বরণ করেছেন। তাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা শহীদকে অশনাক্তকৃত হিসেবে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছে।

'ভবিষ্যতে আইনগত পদক্ষেপ গ্রহণ এবং শহীদদের মৃতদেহ শনাক্তের জন্য লাশ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন, পোস্টমর্টেম রিপোর্ট প্রস্তুত, মরদেহের ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণ, আইনি কার্যক্রম শেষে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণের পর পরিবারের চাহিদা মোতাবেক মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা আবশ্যক।'

Comments

The Daily Star  | English

Chief adviser calls for urgent reforms in social services to prioritise senior citizens, girls

Political interference led to unfair distribution of benefits in the past, he says

47m ago