বাণিজ্য

২০২৩ থেকে ইউরোপে-জাপানে আম রপ্তানির পরিকল্পনা চলছে: কৃষিমন্ত্রী

বাংলাদেশ ২০২৩ সাল থেকে জাপান ও ইউরোপের দেশগুলোতে বাণিজ্যিকভাবে আম রপ্তানি শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মুহাম্মদ আবদুর রাজ্জাক।
২০২৩ থেকে ইউরোপে-জাপানে আম রপ্তানির পরিকল্পনা চলছে: কৃষিমন্ত্রী
মঙ্গলবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাপানের কৃষিযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইয়ানমার-এসিআই মোটরস্ এর যৌথ উদ্যোগে কৃষিপ্রযুক্তি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী। ছবি: স্টার

বাংলাদেশ ২০২৩ সাল থেকে জাপান ও ইউরোপের দেশগুলোতে বাণিজ্যিকভাবে আম রপ্তানি শুরু করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মুহাম্মদ আবদুর রাজ্জাক।

তিনি বলেন, 'জাপান ও ইইউ দেশগুলোতে আম রপ্তানির জন্য আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে।' 

এ জন্য সরকার নিরাপদ আম নিশ্চিত করতে ২ বছরের 'ভেপর হিট ট্রিটমেন্ট' প্রকল্প হাতে নিয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (০১ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জাপানের কৃষিযন্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ইয়ানমার-এসিআই মোটরস্ এর যৌথ উদ্যোগে কৃষিপ্রযুক্তি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহ প্রকাশ করেন।

এসময় বাংলাদেশে কৃষি উৎপাদন শিল্প গড়ে তোলার জন্যও জাপানের কাছে অনুরোধ জানান কৃষিমন্ত্রী। 

 

Comments