পেঁয়াজের সংকট নেই, দাম বাড়াচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী
আজ মঙ্গলবার দুপুরে পাবনার সুজানগর উপজেলায় পেঁয়াজ মজুতের প্রকৃত অবস্থা পরিদর্শন করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: হুমায়ুন কবির তপু/স্টার

দেশে পেঁয়াজের কোনো সংকট নেই জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে বাজারে দাম এত বেশি।

আজ মঙ্গলবার দুপুর পাবনার সুজানগর উপজেলায় বাজার ও কৃষকের ঘরে পেঁয়াজ মজুতের প্রকৃত অবস্থা পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, দেশে পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোর মধ্যে পাবনার সুজানগর উপজেলা অন্যতম।

কৃষিমন্ত্রী বলেন, 'আমাদের প্রধান লক্ষ্য কৃষকদের ইন্টারেস্ট। দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে। কৃষকের ঘরেও যথেষ্ট মজুত আছে। পেঁয়াজের দাম এত বেশি হওয়ার যৌক্তিক কোনো কারণ নেই।'

তিনি বলেন, 'এটা হচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে। তারা দাম বাড়াচ্ছে।'

পেঁয়াজ আমদানির বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, 'দেশে পেঁয়াজের মজুত পর্যালোচনা করে তারপর আমরা সিদ্ধান্ত নেব। আমি নিজে পরিদর্শন করছি এবং আমাদের কৃষি কর্মকর্তারা পরিদর্শন করছেন। পেঁয়াজের প্রকৃত অবস্থা বোঝার পরে আমরা আমদানির সিদ্ধান্ত নেব।'

'কারণ কৃষকদের দাম পেতে হবে। গত ২ বছর তারা ভালো দাম পাননি,' বলেন রাজ্জাক।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

1h ago