বাংলাদেশে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানের জেপি বিল্ডিং

জাপানি রিয়েল এস্টেট এবং নির্মাণ কোম্পানি জেপি বিল্ডিং বাংলাদেশে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর জন্য জেপি বিল্ড বিডি কো. নামে একটি কোম্পানি গঠন করা হয়েছে। আগামী তিন বছরের বাংলাদেশে এই বিনিয়োগের পরিকল্পনা করছে কোম্পানিটি।

জাপানি রিয়েল এস্টেট এবং নির্মাণ কোম্পানি জেপি বিল্ডিং বাংলাদেশে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এর জন্য জেপি বিল্ড বিডি কো. নামে একটি কোম্পানি গঠন করা হয়েছে। আগামী তিন বছরের বাংলাদেশে এই বিনিয়োগের পরিকল্পনা করছে কোম্পানিটি।

জেপি বিল্ডিং আজ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে বিভিন্ন সেবা ও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করবে।

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং জেপি বিল্ড বিডি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আকিও ইয়ামামোতো গত ২১ মে ঢাকায় এক অনুষ্ঠানে কোম্পানির কার্যক্রম উদ্বোধন করেন। সেই সঙ্গে কোম্পানির প্রথম পণ্য নিপ্পন লিফটেরও উদ্বোধন করেন তারা।

বিবৃতিতে বলা হয়েছে, জেপি বিল্ড কোম্পানি ২০১৮ সালে জাপানে রিয়েল এস্টেট এবং নির্মাণ ব্যবসায় প্রবেশ করেছে। মানসম্পন্ন পণ্য এবং নির্মাণে আধুনিক প্রযুক্তির ব্যবহার এই কোম্পানির মূলমন্ত্র।

জেপি বিল্ড সৌরবিদ্যুৎ কেন্দ্র, ইকো এনার্জি পাওয়ার জেনারেশন, রিয়েল এস্টেট ব্যবসা এবং পরামর্শ সেবার সঙ্গে নির্মাণ খাতে কাজ করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ামামোতো বলেন, জেপি বিল্ড বিডি কোম্পানি লিমিটেড বাংলাদেশের অর্থনীতি ও জনশক্তির উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে।

'আমরা জাপানের দক্ষ শ্রমিক ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আধুনিক ও ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণে সহায়তা করব। সেই সঙ্গে আমরা নতুন প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অংশ হতে চাই।'

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত বলেন, 'জাপান সবসময় বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে আগ্রহী।'

'প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় আমার কাজ ছিল যত বেশি সম্ভব জাপানি বিনিয়োগকারীকে বাংলাদেশে কাজ করতে আগ্রহী করা।'

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সহ-সভাপতি মো. আমিন হেলালী; জেবিএস হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সুসুমু সাকি, এফবিসিসিআইয়ের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের সিইও কামাল চৌধুরী।

Comments

The Daily Star  | English
infighting in BNP after Hasina's fall

Talks with political parties: Govt to sit first with BNP on Saturday

The interim government dialogue with political parties will start with BNP at 2:30pm on Saturday

16m ago