বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন সূচক

শীর্ষস্থান ধরে রেখেছে ব্র্যাক, সিটি ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স

এই তালিকায় থাকা অন্য ব্যাংকগুলো হলো—যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
টেকসই অর্থায়ন সূচক

বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের টেকসই অর্থায়ন সূচকে শীর্ষ ব্যাংক ও নন-ব্যাংক হিসেবে টানা তৃতীয়বারের মতো নিজেদের অবস্থান ধরে রেখেছে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

এই তালিকায় থাকা অন্য ব্যাংকগুলো হলো—যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি ও বাংলাদেশ ফাইন্যান্স পরপর ২ বছর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হয়েছে।

২০২০ সালে রেটিং চালু হওয়ার পর প্রথমবারের মতো একই বিভাগে তালিকায় জায়গা করে নিয়েছে লঙ্কান অ্যালায়েন্স ফাইন্যান্স।

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

4h ago