ভারত থেকে ৬২ হাজার ডিম আমদানি

বেনাপোল কাস্টমস হাউজ। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৬১ হাজার ৯৫০টি মুরগির ডিম আমদানি করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় আমদানি করা ডিমগুলো বন্দরের ৩১ নম্বর শেডে রাখা হয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের উপ-কমিশনার ওথেলো চৌধুরী জানান, সন্ধ্যায় দুটি ট্রাকে বন্দরে ডিমগুলো আসে। পরীক্ষা ও ট্যাক্স পরিশোধের পর যত তাড়াতাড়ি সম্ভব ডিম ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, 'আমদানি করা ডিমের চালানের দাম ২ হাজার ৯৫৬ ডলার ৪০ সেন্ট। সে হিসাবে এক ডজন ডিমের দাম ৫৪ সেন্ট।'

বাংলাদেশি মুদ্রায় প্রতিটি ডিমের দাম পরেছে ৪ টাকা ৯৫ পয়সা।

এ ছাড়া, প্রতি ডজন ডিমের নির্ধারিত মূল্যে ৩৩ শতাংশ কর হিসেবে যোগ হবে ১ টাকা ৬৬ পয়সা।

সব মিলিয়ে প্রতিটি ডিমের আমদানি মূল্য দাঁড়াবে ৬ টাকা ৬১ পয়সা।

ঢাকার পশ্চিম রামপুরা এলাকার বাংলাদেশি আমদানিকারক বিডিএস করপোরেশন মোট ১ কোটি ডিম আমদানির অনুমতি পেয়েছে। এর মধ্যে আজ মাত্র ৬১ হাজার ৯৫০টি ডিম আমদানি হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ধীরে ধীরে এক কোটি ডিম আসবে দেশে।

এই ডিম রপ্তানি করছে ভারতের ত্রিপুরা রাজ্যের আমতলার কানুপ এন্টারপ্রাইজ।

বেনাপোলের প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. বিনয় কৃষ্ণ মণ্ডল বলেন, 'সংশ্লিষ্ট আমদানিকারকের প্রতিনিধি আমার কাছে কাগজপত্র নিয়ে এসেছিলেন। ইতোমধ্যে বন্দরে ৬১ হাজারের বেশি ডিম ঢুকেছে। এখানে ডিম পরীক্ষার যন্ত্রপাতি নেই। ভারতীয় সার্টিফিকেটের ভিত্তিতে এখান থেকে ডিমের চালান ডেলিভারি করা হচ্ছে। কোনো দৃশ্যমান সমস্যা থাকলে তা খতিয়ে দেখা হবে।'

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago