রেলপথে ভারত থেকে এলো ২৪৫০ টন চাল

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দরের রেলপথ দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ২ হাজার ৪৫০ টন চাল বন্দরের ইয়ার্ডে পৌঁছায়।

ভারত থেকে ৪২টি ওয়াগনে করে এই চাল বাংলাদেশে আসে।

দর্শনা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু বলেন, ঢাকার পুরানা পল্টনের মেসার্স মজুমদার অ্যাগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতি টন চালের মূল্য ৪৯০ ডলার।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে আমদানিকারক প্রতিষ্ঠান ট্রাকযোগে চাল নিয়ে যাবে।

উল্লেখ্য, ভারত থেকে বাংলাদেশ সরকার ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে। দর্শনা বন্দর দিয়ে এ চালের প্রথম চালান দেশে প্রবেশ করল।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

4h ago