ভারত ও মিয়ানমার থেকে ৩৭ হাজার টন চাল পৌঁছালো চট্টগ্রামে

চাল আমদানি
ছবি: সংগৃহীত

প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে ৩৭ হাজার টান চাল চট্টগ্রাম বন্দরে এসেছে।

ভারত থেকে ১৫ হাজার টন ও মায়ানমার থেকে ২২ হাজার টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

আজ বুধবার খাদ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপচাল নিয়ে এমভি এটিন ভিক্টরি ও খোলা দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানি করা ১৫ হাজার টন সেদ্ধ চাল নিয়ে এমভি বিএমসি প্যানডোরা জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

চাল দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ডেইলি স্টারকে জানান, সরকার জি টু জি ও খোলা দরপত্রের মাধ্যমে যে পরিমাণ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সেগুলো পর্যায়ক্রমে দেশে আসছে।

তিনি বলেন, 'দাম যেন স্থিতিশীল থাকে সেজন্য আরও চাল আমদানির ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।'

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago