আইএমএফর ১ দশমিক ৩ বিলিয়ন ডলারের ঋণ চলতি সপ্তাহে

ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী বোর্ড। ফলে চলতি সপ্তাহেই বাংলাদেশ এক দশমিক তিন বিলিয়ন ডলার পেতে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর একটি টেক্সট মেসেজে দ্য ডেইলি স্টারকে আইএমএফর অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, 'আইএমএফ কর্মীরা নিশ্চিত করেছেন যে, বৈঠকটি কয়েক ঘণ্টা আগে শেষ হয়েছে।'

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি বোর্ড সভায় এই সিদ্ধান্ত এসেছে। আশা করা হচ্ছে, আগামী ২৬ জুনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এই তহবিল জমা হবে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি আইএমএফর প্রথম অর্থ ছাড়। চতুর্থ কিস্তি ফেব্রুয়ারিতে পাওয়ার কথা থাকলেও, বাংলাদেশ গুরুত্বপূর্ণ কিছু সংস্কার শর্ত পূরণ করতে না পারায় বিলম্বিত হয়।

বিনিময় হারকে সম্পূর্ণ উদারীকরণ করতে এবং জাতীয় রাজস্ব বোর্ডকে ঢেলে সাজানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের শুরুর দিকে বোর্ড ঋণ অনুমোদন স্থগিত করেছিল। ঢাকা ও ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে কয়েক মাস ধরে আলোচনার পর আইএমএফ দুটি কিস্তি একইসঙ্গে ছাড় দিতে সম্মত হয়েছে।

একটি সমন্বিত, বাজারভিত্তিক বিনিময় হার গ্রহণ এবং রাজস্ব আদায় বৃদ্ধির ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে কর প্রশাসনকে পুনর্গঠনে সরকারের সাম্প্রতিক উদ্যোগের পর এই অগ্রগতি এলো।

Comments

The Daily Star  | English

Foreigner detained with over 8kg cocaine at Dhaka airport

The street value of the seized contraband is around Tk 130 crore

52m ago