নেপালে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৮
নেপালের পোখারা আন্তর্জাতিক বিমানবন্দরে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
নেপালের পুলিশ কর্মকর্তা এ কে ছেত্রি এএফপিকে বলেন, '৩১ জনের মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছিল সেখানে আরও ৩৬ জনের মরদেহ পাওয়া গেছে।'
সকালে ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি কাঠমান্ডু থেকে পোখারা বিমানবন্দরে যাচ্ছিল। উড্ডয়নের পর উড়োজাহাজটি মধ্য আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর পোখারায় অবতরণের সময় পুরোনো বিমানবন্দর ও পোখারা বিমানবন্দরের মাঝে প্রবাহিত সেতি গন্দকি নদীর তীরের বনভূমিতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
উড়োজাহাজের ৭২ আরোহীর মধ্যে ৬৮ যাত্রী ও ৪ ক্রু ছিলেন। তাদের মধ্যে ৫৩ জন নেপালি, ৫ জন ভারতীয়, ৪ জন রাশিয়ান, একজন আইরিশ, দুজন কোরিয়ান, একজন আর্জেন্টাইন এবং একজন ফরাসি নাগরিক ছিলেন।
তবে উড়োজাহাজটিতে কোনো বাংলাদেশি নাগরিক ছিলেন না বলে জানিয়েছেন পোখারা আঞ্চলিক আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান বিক্রম গৌতম।
Comments