আলোকচিত্র

তারের জঞ্জালে বিপদও জড়ানো

ছবিটি দেখলে অযত্নে জটা লাগা চুল বলে ভ্রম হতে পারে। আবার কেউ যদি এটাকে তারের মেঘ ভেবে বসেন- তাহলেও করার কিছু থাকবে না। শিশুসাহিত্যিক সুকুমার রায় যেমন লিখেছিলেন, ‘জটাধারী বুনো মেঘ ফোঁস ফোঁস ফোলে/গুরুগুরু ডাক ছেড়ে কত ঝড় তোলে’।
ছবি: এমরান হোসেন/স্টার

ছবিটি দেখলে অযত্নে জটা লাগা চুল বলে ভ্রম হতে পারে। আবার কেউ যদি এটাকে তারের মেঘ ভেবে বসেন- তাহলেও করার কিছু থাকবে না। শিশুসাহিত্যিক সুকুমার রায় যেমন লিখেছিলেন, 'জটাধারী বুনো মেঘ ফোঁস ফোঁস ফোলে/গুরুগুরু ডাক ছেড়ে কত ঝড় তোলে'।

চুল কিংবা মেঘ- কোনোটিই নয়। এটি তারের জঞ্জাল। ঠাসবুনটের এই নগরের এখানে-ওখানে দেখতে না চাইলেও মাথার ওপর এমন দলা পাকানো তারের জঞ্জাল চোখে পড়বে।

ঢাকার বিভিন্ন জায়গায় ইন্টারনেট, ডিশ, টেলিফোন ও বিদ্যুত সঞ্চালন লাইনগুলো একসঙ্গে জড়িয়ে এমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। সরকারি সিদ্ধান্ত অমান্য করে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান ও কেবল টিভি অপারেটররা দিনের পর দিন মাথার ওপর দিয়ে তার টেনে নেওয়া অব্যাহত রেখেছেন।

জট পাকানো এই তারের জঞ্জাল একদিকে যেমন নগর সৌন্দর্যের জন্য হানিকর, তেমনি এর কারণে যেকোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।

গতকাল শুক্রবার ঢাকার মতিঝিলের মধুমিতা সিনেমা হলের কাছ থেকে ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী এমরান হোসেন

 

Comments