ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্মকর্তাদের বিক্ষোভ

ইসলামী ব্যাংক, এস আলম গ্রুপ, শেখ হাসিনা,
ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ। ছবি: মেহেদী হাসান/স্টার

ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের দাবি, গত ১৫ বছর ধরে তারা ব্যাংকের সুযোগ-সুবিধা ও পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছেন।

বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে।

বিক্ষোভকারীরা ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের শাস্তির দাবি জানান।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক আজ অফিসে আসেননি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago