ব্যাংক থেকে আজ এক লাখ টাকার বেশি তোলা যাবে না

ব্যাংক থেকে একদিনে তোলা যাবে সর্বোচ্চ ২ লাখ টাকা
স্টার ডিজিটাল গ্রাফিক্স

দেশের চলমান পরিস্থিতিতে আজ ব্যাংক থেকে গ্রাহকদের নগদ এক লাখ টাকার বেশি উত্তোলনের অনুমতি না দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে রাস্তায় পুলিশ না থাকায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সম্ভব হলে ব্যাংকের শাখায় টাকা ঢোকা বন্ধ রাখতে বলা হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপরোক্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক দ্য ডেইলি স্টারকে বলেন, দেশব্যাপী নিরাপত্তা ঘাটতির কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা নগদ লেনদেন নিরুৎসাহিত করতে চাই।

'এই নির্দেশনা শুধু আজকের জন্য দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি আগামী শনিবারের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English
Bangladesh energy import from Nepal

Nepal to export 40 MW power to Bangladesh via Indian grid from today

Bangladesh has agreed to import electricity from Nepal for the next five years

1h ago