পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ে আমানতকারীদের ভিড়, টাকা ফেরতের দাবি

ছবি: ভিডিও থেকে নেওয়া

আমানত ফেরতের দাবিতে গুলশানে পদ্মা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন ব্যাংকটির গ্রাহকদের একটি অংশ।

আজ মঙ্গলবার দুপুর ১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রাহকরা সেখানে অবস্থান করছিলেন।

গ্রাহকরা টাকা ফেরতের দাবির পাশাপাশি ব্যাংকের এই পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতকে সহায়তা করার অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খানের বিরুদ্ধে তদন্তেরও দাবি জানান তারা।

দ্য ডেইলি স্টারকে পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা জানান, আমানতকারীরা তাদের টাকা ফেরত চাইছেন।

তিনি বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।'

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

29m ago