জেসিকা গ্রুপের ঋণ প্রায় ৮৭ কোটি টাকা: সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ

জেসিকা গ্রুপের ঋণ প্রায় ৮৭ কোটি টাকা: সম্পত্তি জব্দের আদেশ
জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের মালিকানাধীন বাড়ি | ছবি: সংগৃহীত

পদ্মা ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে নেওয়া ৮৬ কোটি ৭২ হাজার টাকা ঋণ পরিশোধ না করায় চট্টগ্রামের জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

এর আগে গত ৪ এপ্রিল একই আদালত জসিম উদ্দিন আহমদকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

পদ্মা ব্যাংকের প্যানেল আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরীদ্য ডেইলি স্টারকে বলেন, 'আসামি তৎকালীন ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক) থেকে প্রায় ৬০ কোটি ঋণ নিয়েছিলেন। সেই ঋণ পরিশোধ না করায় ২০২০ সালে মামলাটি দায়ের করা হয়।'

তিনি বলেন, '২০২২ সালে আদালত কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লালদিঘি এলাকায় জেসিকা গ্রুপের মালিকানাধীন মহল মার্কেটের রিসিভার নিয়োগ দেন। সে সময় জসিম উদ্দিন ২৪ কোটি টাকা পরিশোধ করেন এবং প্রতি মাসে এক কোটি টাকা করে পরিশোধের অঙ্গীকার করেন। এর পরে গত ১৫ মাসে কোনো অর্থ পরিশোধ করেননি।'

আদালত সূত্র জানায়, জমিস উদ্দিনের মালিকানাধীন দুটি গাড়ি, দক্ষিণ খুলশীর জসিম হিল পার্ক, পাথরঘাটা এলাকায় ছয়তলা ভবন 'মফজল টাওয়ার' ও চন্দনাইশ এলাকার একটি ডুপ্লেক্স ভবন ক্রোকের আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম ডেইলি স্টারকে বলেন, 'আসামি বিলাস বহুল জীবনযাপন করলেও ব্যাংকের ঋণ পরিশোধ করছেন না। তিনি ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হওয়ায় আদালত এই আদেশ দিয়েছেন।'

এ ব্যাপারে জানতে চাইলে জসিম উদ্দিন আহমেদ ডেইলি স্টারকে বলেন,  'আমি আদালতের এ আদেশ সম্পর্কে জানি না। ঋণ পরিশোধ না করার অভিযোগ সঠিক না।'

Comments

The Daily Star  | English

July being used as a moneymaking machine: Umama Fatema

Former spokesperson accuses leadership of corruption and control from Hare Road

3h ago