প্রধান কার্যালয়ের জন্য ১০১৬ কোটি টাকায় ভবন কিনছে ডাচ-বাংলা ব্যাংক

ডাচ-বাংলা ব্যাংক, ডিবিবিএল, মাস্টারকার্ড, প্রিপেইড কার্ড,

প্রধান কার্যালয়ের জন্য ঢাকার মতিঝিলে ১ হাজার ১৬ কোটি টাকায় একটি ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে ডাচ-বাংলা ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যানুযায়ী, ব্যাংকটির বোর্ড গত ২৬ আগস্ট অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়।

ব্যাংকটি মতিঝিলের বাণিজ্যিক এলাকার ৪৭ নম্বর প্লটে ২১তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে, যার মোট আয়তন প্রায় ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট।

এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৩০০ বর্গফুট ফ্লোর স্পেস এবং ৩১ হাজার ৪০ বর্গফুট বেইসমেন্ট।

বাংলাদেশ ব্যাংকের প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর ব্যাংকটি এ পরিকল্পনা বাস্তবায়ন করবে।

ডিএসইতে গতকাল ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারের দর আগের দিনের তুলনায় ১ শতাংশ কমে হয়েছিল ৪১ টাকা ৫০ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ব্যাংকটির রিজার্ভ ও উদ্বৃত্ত প্রায় ৪ হাজার ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৬৬ কোটি টাকা।

Comments