কর্মী ছাঁটাই করছে দারাজ

দারাজ

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। ছাঁটাইয়ের কারণ হিসেবে প্রতিষ্ঠানটি বলেছে, 'বর্তমান বাজার বাস্তবতায়' এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

এর আগে দারাজ বাংলাদেশের মূল প্রতিষ্ঠান দারাজ গ্রুপ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। প্রতিষ্ঠানটি ১১ শতাংশ কর্মী ছাঁটাই করবে।

২০১৮ সালে বাংলাদেশে দারাজের কর্মীর সংখ্যা ছিল ২০০। ২০২২ সালের শেষ দিকে এসে কর্মীর সংখ্যা বেড়ে হয় ৫ হাজার। এর মধ্যে পূর্ণকালীন কর্মী ১ হাজার।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, পূর্ণকালীন কর্মীদের মধ্যে প্রায় ৫০ জন ছাঁটাইয়ের চিঠি পেয়েছেন।

দারাজ গ্রুপের সিইও বিয়ার্কে মিকেলসেন বলেন, ইউরোপে যুদ্ধ, সরবরাহ শৃঙ্খলে ব্যাপক সমস্যা ও মূল্যস্ফীতিতে গত ১২ মাসে বাজারের অবস্থা কঠিন হয়েছে। কোম্পানির কর্মীদের উদ্দেশে পাঠানো চিঠিতে এই কথা বলেছেন তিনি।

চীনের আলিবাবা গ্রুপের অধীনস্ত দারাজ গ্রুপ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে কার্যক্রম পরিচালনা করছে।

Comments

The Daily Star  | English

New public service ordinance: Govt mulls softening strict provisions

Say high-level meeting sources; Secretariat employees suspend protests for today

10h ago