নতুন যেসব সোশ্যাল মিডিয়া আনছেন টুইটারের চাকরিচ্যূত কর্মীরা

নতুন যেসব সোশ্যাল মিডিয়া আনছেন টুইটারের চাকরিচ্যূত কর্মীরা
ছবি: সংগৃহীত

টুইটারের প্রধান হওয়ার পর থেকে ইলন মাস্ক বহু কর্মী ছাঁটাই করেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ কর্মীই তখন চাকরি হারিয়েছেন। টুইটারের এসব সাবেক কর্মীরা এখন নতুন নতুন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছেন। এসব সামাজিক যোগাযোগমাধ্যমকে তারা 'টুইটারের চেয়েও ভালো' বলে দাবি করছেন।

নভেম্বরের ৪ তারিখে চাকরি হারানোর আগে আলফোনজো টেরেল টুইটারের সোশ্যাল মিডিয়া দলটিকে নের্তৃত্ব দিচ্ছিলেন। এর কয়েক সপ্তাহ পর তিনি 'স্পিল' (Spill) নামের নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ঘোষণা দেন, যেটি তিনি টুইটারের আরেকজন সাবেক কর্মী ডেভারিস ব্রাউনের সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন। 

টেরেল বলেন, তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কাউকে কূটমন্তব্য করতে পারবে না এবং মৌলিক কনটেন্ট নির্মাতা- বিশেষ করে কৃষ্ণাঙ্গ এবং অবহেলিত গোষ্ঠিকে অগ্রাধিকার এবং অর্থ আয়ের সুযোগ করে দেওয়া হবে স্পিলের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, 'অনেক সামাজিক মাধ্যম দীর্ঘদিন ধরে বাজারে রয়েছে। নতুন কিছুর জন্য আমরা প্রস্তুত।'

টুইটারে যোগ দেওয়ার পর ইলন মাস্কের 'অস্থিতিশীল ও অস্বাভাবিক' আচরণে অনেকেই বিরক্ত ও ক্ষুদ্ধ। বহু টুইটার ব্যবহারকারী মাস্কের এমন আগ্রাসী আচরণের জন্য টুইটার ব্যবহার ছেড়ে দিয়েছেন। এসব ব্যবহারকারীর জন্য 'নতুন কোনো মাধ্যম' গুরুত্বপূর্ণ হতে পারে। যেমন, মাস্ক টুইটারে আসার পর মাস্টোডন নামের একটি সামাজিক মাধ্যমের ব্যাপক উত্থান হয়েছে, কারণ টুইটারের অনেক ব্যবহারকারী মাস্টোডন ব্যবহার শুরু করেছে। 

তবে টেরেলই একমাত্র সাবেক টুইটারকর্মী নন, যিনি নতুন সামাজিক যোগাযোগমাধ্যম তৈরির কথা ভেবেছেন। টুইটারের মানবাধিকার বিষয়ক সমস্যাগুলো দেখভাল করতেন সারাহ ওহ। টেরেলের সঙ্গে একইদিনে চাকরিচ্যুত হন তিনি। এরপর তিনিও 'T2 (টি২)' নামে নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন। টি২-তেও ব্যবহারকারীরা কনটেন্টের একটি ফিড দেখতে পাবেন, যেখানে লাইক, কমেন্ট, শেয়ার করা যাবে। সারাহ বলেন, টুইটারের অনেক ভুল থেকে শিক্ষা নিয়ে তারা প্রথম থেকেই বিশ্বাস এবং নিরাপত্তা টুলগুলো নিয়ে ভালোভাবে কাজ করেছেন, যাতে পরবর্তীতে টুইটারের মতো দীর্ঘমেয়াদে ভুগতে না হয়।

তিনি বলেন, 'দেরিতে শুরুর করা একটি সুবিধা হচ্ছে আমাদেরকে অনেক কিছুই একদম নতুন করে ভাবতে হবে না। বিষয়টা এমন না যে ভবিষ্যতে কোন কোন বিষয়ে সমস্যা হতে পারে, সে ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই।'

তবে, নতুন সামাজিক যোগাযোগমাধ্যমকে জনপ্রিয় করার কাজটি যত সহজে বলা যায়, তত সহজে করা যায় না। নতুন নতুন সামাজিক যোগাযোগমাধ্যমগুলো শুরুতেই যেখানে হোঁচট খায় সেটি হচ্ছে এগুলো প্রথমেই বিশাল সংখ্যায় ব্যবহারকারী আকৃষ্ট করতে ব্যর্থ হয়, যা তাদের জন্য অস্তিত্ব সংকটের সৃষ্টি করে এবং নতুন ব্যবহারকারীরাও তখন এখানে আর যোগ দিতে চায় না কারণ এখানে আসলে তারা তাদের বন্ধু-বান্ধব ও পরিচিত মানুষজনের দেখা পাবে না। 

টুইটারের বর্তমান লেজেগোবরে অবস্থা নিয়ে সর্বমহলে যে হতাশা ও বিরক্তি, তাতে নতুন সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য অন্য সময়ের তুলনায় দ্বার একটু বেশিই উন্মুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। 

সারাহ বলেন, 'আমরা ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা সৃষ্টি করতে চাই এবং আমরা মানুষদের কাছে এমন চাহিদার কথা শুনছি, যেগুলো তারা এখন উপভোগ করতে পারছে না।'

টি২তে যোগ দেওয়ার জন্য ইতোমধ্যে ১০ হাজার মানুষ আপেক্ষমাণ তালিকায় (ওয়েটলিস্ট) আছেন। আর স্পিলের ওয়েটলিস্টে আছে ৭০ হাজারেরও বেশি মানুষ।  

গ্রন্থনা: আহমেদ হিমেল

 

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Equipped to inflict heavy casualties

Police arms records show the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

13h ago